বিজয় দিবসে ড. খন্দকার মোশাররফ হোসেন

আ.লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে

নিজস্ব প্রতিবেদক
  ১৭ ডিসেম্বর ২০২২, ১২:৫১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ৫০ বছরের ইতিহাস বিকৃত করছে। তারা তাদের সুবিধা মতো কথা বলে। জনগণ কিন্তু সচেতন। এখন জনগণ বিচার করবে
আওয়ামী লীগ সরকার সঠিক না তারা। গতকাল শুক্রবার বিজয় দিবসে রাজধানীর শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম, আবদুল আউয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, আমান উল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা।
সাংবাদিকদের ড. মোশাররফ বলেন, ‘আজকে বিজয়ের এই দিনে আমরা প্রত্যাশা করি, বাংলাদেশ থেকে স্বৈরাচার-ফ্যাসিবাদী সরকারের অবসান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আমরা সকলে কাজ করছি। আমাদের দলের ঘোষিত ১০ দফার সঙ্গে যারা একমত পোষণ করেছে, তারাও ভবিষ্যতে যুগপৎভাবে আন্দোলনে অংশগ্রহণ করবে। আমরা নিয়মতান্ত্রিকভাবে জনগণকে সঙ্গে নিয়ে এর ফয়সালা রাজপথে করব ইনশাআল্লাহ।’
দেশের বর্তমান অর্থনৈতিক বিপর্যয়, সামাজিক অবক্ষয় ও গণতন্ত্রহীন সমাজ ব্যবস্থার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন খন্দকার মোশাররফ। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র, অর্থনৈতিক সাম্য, সামাজিক ন্যায়বিচার, শান্তি-শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার ৫১ বছর পরেও আমাদের বলতে হচ্ছে, যারা গায়ের জোরে ক্ষমতায় আছে তাদের লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতির কারণে দেশে অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। দেশে আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করা হয়েছে।’ এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান ড. মোশাররফ।