দূরত্ব কমাতে রওশনের বাসায় জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক
  ২৬ ডিসেম্বর ২০২২, ১২:৩৩

নিজেদের মধ্যে দূরত্ব কমাতে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে দেখা করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। গতকাল রবিবার বেলা ১১টার দিকে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুকে নিয়ে তিনি রওশনের গুলশানের বাসায় যান।
এ বিষয়ে মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন জিএম কাদের। তাদের মধ্যে ঘণ্টাখানেক কথা হয়েছে। রওশন এরশাদের ছেলে জাপার যুগ্ম মহাসচিব ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগীর
আলমাহি এরশাদ সাদও ছিলেন। রওশনপন্থিদের সূত্রের ভাষ্য, বিএনপি এমপিদের পদত্যাগে শূন্য ছয়টি সংসদীয় আসনের উপনির্বাচন নিয়েও দুই নেতার মধ্যে কথা হয়েছে।
আগামী ১ জানুয়ারি জাপার ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সেদিন কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠান করবে জাপা। একই দিনে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ঘোষণা দিয়েছে রওশনপন্থিরা। সূত্রের দাবি, ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালনে কাকরাইলে যেতে রওশনকে অনুরোধ করেছেন জিএম কাদের। তবে রওশন জানান, অসুস্থতার কারণে যেতে পারবেন না। পরে তিনি জিএম কাদেরকে বলেন, ‘তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যেও।’
মুজিবুল হক চুন্নু বলেন, ‘তিনি (রওশন) এতটুকুই বলেছেন।’ তিনি জিএম কাদেরকে বলেছেন, ‘যা করো, আমাকে জানিও করো।’ জিএম কাদেরও বলেছেন, জানাবেন। দলীয় রাজনীতিতে সক্রিয় হতে বললে সাদ বলেন, ‘চাচা যেখানে ডাকবেন, সেখানেই যাবেন।’
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাপার মেয়রপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফাকেই সমর্থন দিয়েছেন রওশন। তবে বিএনপির ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনে অন্তত দুটিতে রওশনপন্থিরা প্রার্থী হতে চান। অবশ্য মুজিবুল হক চুন্নু বলেন, ‘বৈঠকে রওশন এরশাদ একবারও বলেননি কাউকে মনোনয়ন দিতে হবে। যারা দলে নেই, তারা মনোনয়ন পাবেন না।’
এদিকে আজ সোমবার বনানী কার্যালয়ে শুরু হবে উপনির্বাচনে জাপার মনোনয়নপ্রার্থীদের সাক্ষাৎকার। পদাধিকারবলে জিএম কাদের মনোনয়ন বোর্ডের প্রধান। তবে আদালতের নিষেধাজ্ঞার কারণে তিনি প্রার্থী মনোনয়ন দিতে পারছেন না। মুজিবুল হক চুন্ন বলেছেন, বোর্ডের অন্য কোনো সদস্য সভাপতিত্ব করবেন।