বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হওয়ার পর থেকেই উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশ-ভারতে। এর মধ্যেই কলকাতার পার্ক স্ট্রিট থেকে গ্ৰেফতার হলেন এক বাংলাদেশি।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম সেলিম মাতব্বর। বাংলাদেশের মাদারীপুরের ওই বাসিন্দা নিজেকে বাংলাদেশের বিএনপি নেতা হিসেবে দাবি করছেন।
কলকাতার পার্ক স্ট্রিট থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ নভেম্বর) রাতে গোপন সূত্রে খবর পেয়ে পার্কস্ট্রিটের একটি হোটেলে অভিযান চালায় কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স। সেই হোটেল থেকে গ্ৰফতার করা হয় সেলিম মাতব্বরকে।
গ্রেফতারের সময় তার কাছ থেকে উদ্ধার হয় ভারতীয় পাসপোর্ট ও আধার কার্ড। তাতে তার নাম রবি শর্মা লেখা রয়েছে।
পুলিশি জেরায় সেলিম মাতব্বর দাবি করেছেন, দু'বছর আগে বাংলাদেশের তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে ঝামেলায় সে দেশ ছেড়ে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় চলে আসেন। তারপর জাল নথি তৈরি করে ভারতীয় পাসপোর্ট ও আধার কার্ড নেন।
ভারতীয় পরিচয়পত্র দেখিয়ে কলকাতার পার্ক স্ট্রিটের একটি হোটেলে কাজ পান তিনি। গত দু'বছর ধরে সেই হোটেলেই কর্মরত অবস্থায় ছিলেন সেলিম মাতব্ব্বর।
কলকাতা পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে, গত দু'বছর ধরে কোথায় কোথায় এই বাংলাদেশি নাগরিক থেকেছেন, জাল পরিচয় তৈরিতে কে বা কারা সাহায্য করেছে, তা খতিয়ে দেখছে।