বিমানবন্দরে প্রবাসীকে মারধর করে আহত

নিন্দা জানিয়ে সিবিআইয়ের বিবৃতি

ন্যায়বিচার দাবি
ডেস্ক রিপোর্ট
  ১০ জানুয়ারি ২০২৫, ২৩:২৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়েজিয়ান প্রবাসী সাঈদ উদ্দিনকে পিটিয়ে আহত করার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে লন্ডন কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল (সিবিআই) ইউকে। শুক্রবার সংগঠনটির পাঠানো বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যদের জড়িত এ ঘটনা প্রবাসী সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। সিবিআই ইউকে বাংলাদেশ সরকারকে এই ঘটনার একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করে দোষীদের চিহ্নিত করার আহ্বান জানাচ্ছে।
বিবৃতিতে এ ঘটনায় সরকারকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের শারীরিক-মানসিক আঘাতের জন্য যথাযথ ক্ষতিপূরণ প্রদানের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সিবিআই ইউকে জানিয়েছে, কমিটিতে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএ) প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা উচিত। এছাড়াও, কমিশনে প্রবাসী বাংলাদেশি (এনআরবি) সম্প্রদায়ের অন্তত দুই সদস্যকে অন্তর্ভুক্ত করা উচিত। সিবিআই সভাপতি আবু আহমেদ (খিজির) এবং মহাসচিব নাসিম চৌধুরীর অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে। সিবিআই তদন্ত প্রতিবেদনটি যত দ্রুত সম্ভব প্রকাশ করার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছে।
সিবিআই ইউকে প্রবাসীদের নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধির জন্য বেশ কয়েকটি নীতি সংস্কারের প্রস্তাব করেছে। এর মধ্যে রয়েছে বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, ভুক্তভোগীদের জন্য তাৎক্ষণিক সহায়তা ও ক্ষতিপূরণ প্রদান এবং প্রবাসীদের সম্মুখীন সমস্যাগুলো মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার পক্ষে সমর্থন করা।
বিবৃতিতে সিবিআই ইউকে উল্লেখ করেছে, নন-রেসিডেন্ট বাংলাদেশিরা (এনআরবি) দেশের প্রবৃদ্ধি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে ১৫ মিলিয়নেরও বেশি বাংলাদেশি বিদেশে বসবাস করছে। রেমিটেন্স অনেক পরিবারের জন্য একটি লাইফলাইন এবং দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্যভাবে অবদান রাখে। সিবিআই ইউকে মনে করে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার মতো ঘটনা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। প্রবাসীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা কেবল বাংলাদেশের বৈশ্বিক ভাবমূর্তি শক্তিশালী করে না বরং প্রবাসীদের অব্যাহত অর্থনৈতিক অবদানকেও উৎসাহিত করে।