মাদারীপুরে পরোয়ার

সব খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট
  ১৩ জানুয়ারি ২০২৫, ২২:৪৩

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, লগি বৈঠার আমল থেকে ৫ আগস্ট পর্যন্ত হাজারও খুনের সব দায় শেখ হাসিনার। তিনিই সব খুনের মাস্টারমাইন্ড। তার নামে ২২৬টি মামলা হয়েছে, রেড অ্যালার্ট হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, দুদকে মামলা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে মাদারীপুর শহরের লেকপাড়ের স্বাধীনতা অঙ্গনে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।
গোলাম পরোয়ার বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে। ভারতে বসে এখনও ষড়যন্ত্র করছে। কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। ৫ আগস্ট হেলিকপ্টারে পালিয়ে না গেলে গণভবনে লাখো মানুষ যেভাবে প্রবেশ করছিল, আপনার কি অবস্থা হতো এদেশের জনগণ, জাতি ও দুনিয়া দেখতে পেতো।
তিনি আরও বলেন, সংস্কার না করে এখন নির্বাচন দেওয়া হলে ১৪, ১৮ ও ২৪ এর মতো ভোট হবে, ছাত্রজনতার এ রক্ত বৃথা যাবে। নির্বাচন ভালো করতে গেলে কমপক্ষে ৭-৮ জায়গায় সংস্কার করতে হবে।
মাদারীপুর জেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ, ফরিদপুর অঞ্চল সহকারী পরিচালক মো. দেলোয়ার হুসাইন, ফরিদপুর অঞ্চলের টিম সদস্য সামছুল ইসলাম আল বরাটি, মাদারীপুর জেলা সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।