বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচনের জের

বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত কর্মী নিহত

দৃষ্টান্তমূলক শাস্তি চান সেক্রেটারি জেনারেল
ডেস্ক রিপোর্ট
  ১৪ জানুয়ারি ২০২৫, ১৩:৫৮
জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহত জামায়াত কর্মী খোকন মোল্লার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (১৩ জানুয়ারি) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে কথা জানান।
কুষ্টিয়ার মিরপুরে ফ্যাসিবাদের দোসর জাসদ (ইনু) থেকে আগত নব্য বিএনপি নামধারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানিয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বলেন, কুষ্টিয়া জেলার মিরপুরে ফ্যাসিবাদের দোসর জাসদ (ইনু) থেকে আগত নব্য বিএনপি নামধারী সন্ত্রাসীদের হামলায় জামায়াতে ইসলামীর কর্মী খোকন মোল্লা নিহত ও আরও ৩৫ নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি নিহত খোকন মোল্লার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
প্রসঙ্গত, কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে জামায়াতের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে। রবিবার (১২ জানুয়ারি) বিকাল ৫টার দিকে বিদ্যালয় উপজেলার আমলা ইউনিয়নের মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়। 
সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় জামায়াত কর্মী খোকন মোল্লার (৩৫) মৃত্যু হয়। সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত খোকন মোল্লা উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া গ্রামের নওশের আলী মোল্লার ছেলে।
জামায়াত নেতাকর্মীদের অভিযোগ, বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন থেকে নাম প্রত্যাহারের জন্য স্থানীয় জামায়াত নেতা মুকুলের ওপরে চাপ সৃষ্টি করেছিলেন নাসির। এ নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে মুকুলকে হুমকি দেন। এরই প্রতিবাদে রবিবার বিকাল ৩টার দিকে বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় না