চালের দাম কমাতে হবে: সরকারকে রিজভী

ডেস্ক রিপোর্ট
  ২৬ জানুয়ারি ২০২৫, ২২:০৩
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী

অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আর যেন কোনো আয়নাঘর তৈরি না হয়। আপনারা সেই ব্যবস্থা এখনো নেননি কেন?
তিনি আরও বলেন, চালের দাম কমাতে হবে। আপনারা জুলাইয়ের ঘোষণার কথা বলবেন কিন্তু মানুষের পেটে ক্ষুধা থাকবে; তখন তারা ওই ঘোষণার কথা শুনবে না। বাজার নিয়ন্ত্রণ করতে হবে।
রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শহীদ জিয়া স্মৃতি পাঠাগার মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, সিন্ডিকেটকারীদের ধরতে হবে, অপরাধকারীকে ধরতে হবে। তাদের আইনের আওতায় আনতে হবে। সমাজের মধ্যে স্বস্তি আনতে হবে। মানুষ যাতে কমপক্ষে মোটা চাল ও মোটা কাপড় পরে জীবনধারণ করতে পারে, এটার নিশ্চয়তা দিতে হবে।
রাষ্ট্রীয় সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার হলো চলমান প্রক্রিয়া বা ধারাবাহিক প্রক্রিয়া। আইনশৃঙ্খলা বাহিনীকে সংস্কার করতে হবে। পুলিশকে নতুন করে ঢেলে সাজাতে হবে। তাহলেই আসল সংস্কার হবে। আদালত স্বাধীনভাবে চলবে।
জিয়া স্মৃতি পাঠাগার মানিকগঞ্জ জেলা শাখা সভাপতি ডা. জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা, কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির প্রমুখ।