সাত কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের অশোভন আচরণের অভিযোগে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন তারা। ফলে গুরুত্বপূর্ণ দুটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন। তিনি বলেন, সাত কলেজের বিষয়ে কিছু জানেন না।
শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রকাশ্যে রাস্তায় এসে শিক্ষার্থীদের কাছে ক্ষমা না চাইলে শিক্ষার্থীরা সেখানে থেকে উঠবে না।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, এ বিষয়ে ২১ দিন আগে তাকে স্মারকলিপি দেওয়া হলেও সেটি পড়েননি। সাত কলেজের শিক্ষার্থীদের চেনেন না বলেই তিনি আক্রমণমূলক ব্যবহার করেছেন। তাই তার অশোভন আচরণের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছে।
এসময় শিক্ষার্থীদের ‘প্রো-ভিসি তুই স্বৈরাচার, এই মুহূর্তে গদি ছাড়’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।
সায়েন্সল্যাব মোড়ে সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পারসন ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, একজন শিক্ষক কখনো শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করতে পারেন না। তার রুমে গেলে তিনি এমনভাবে চিৎকার করেছেন মেয়েরা ভয়ে কান্না করে দিয়েছেন। তাকে অবশ্যই শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে। যেহেতু তিনি অন্যায় করেছে তাকে পদে রাখবে কি রাখবে না সেটি সরকার চিন্তা করবে। আমরা শিক্ষার্থীরা মনে করি তার দায়িত্বে থাকার যোগ্যতা নেই।
দাবিগুলো হচ্ছে;-
১. ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে।
২. সাত কলেজের শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না।
৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে।
৪. সাত কলেজের ভর্তি পরীক্ষায়-নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে।
৫. সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ছাড়া নতুন একটি অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে।
শিক্ষার্থীদের আন্দোলন ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা ডেকেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
রোববার (২৬ জানুয়ারি) সভার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।
জনসংযোগ দফতর জানায়, বিভিন্ন দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে সোমবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে সভা অনুষ্ঠিত হবে। সভায় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।