আগামী নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে বলে উল্লেখ করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলায় এক গণসংবর্ধনায় তিনি এ কথা বলেন।
যুবদলের সাধারণ সম্পাদক বলেন, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে অতি দ্রুত স্বচ্ছ ও গ্রহণযোগ্য সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে বিএনপি।
তিনি আরও বলেন, গত ১৬ বছর বিএনপি নেতাকর্মীদের ওপর অনেক নির্যাতন ও নিপীড়ন হয়েছে। কিন্তু বিএনপি বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি। বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশেই রয়েছে। কারণ তারা কোনো অন্যায় করেনি। শুধু রাষ্ট্রের অন্যায় আচরণের সঙ্গে ভিন্নমত পোষণ করেছে।
চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন টিপুর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. রাসেল মাহমুদ, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল আলম কিরণ, সদস্য সচিব রাইসুল আলম, নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন প্রমুখ।