ট্রেন চলাচল বন্ধ

 দুর্ভোগে যাত্রীরা, কেউ ফিরে যাচ্ছেন, বিকল্প পরিবহনেও অতিরিক্ত ভাড়া

ডেস্ক রিপোর্ট
  ২৮ জানুয়ারি ২০২৫, ২৩:০৮

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সোমবার মধ্যরাতের পর থেকেই রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন রেলপথে চলাচলকারী সাধারণ যাত্রীরা।
নির্ধারিত ট্রেন চলাচল বন্ধ থাকায় আজ সকাল থেকে সারাদেশে রেলযাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাতের পর থেকেই রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন রেলপথে চলাচলকারী সাধারণ যাত্রীরা।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বার্তায় জানান, 'বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজ (২৮ জানুয়ারি ২০২৫) সারাদেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে।'


যারা আগে থেকেই ট্রেনের টিকিট কেটে রেখেছেন এবং কর্মবিরতি সম্পর্কে জানতেন না, তারা আজ সকাল থেকে সারাদেশের বিভিন্ন স্টেশনে এসে ভিড় করছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অনেকেই বাড়ি ফিরে গেছেন। দেশের বিভিন্ন অঞ্চলের যাত্রীরা এই ভোগান্তির শিকার হয়েছেন।

বিকল্প ব্যবস্থা হিসেবে বিআরটিসি বাস

রেল পরিষেবা বন্ধ থাকায় রুটগুলোর জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে বিআরটিসি বাস চালু করেছে রেল মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা রেলস্টেশন ও বিমানবন্দর রেলস্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের কেনা ট্রেন টিকিট দিয়ে বিআরটিসি বাস ব্যবহার করতে পারবেন।
একইভাবে, এই স্থানগুলো থেকে ঢাকাগামী যাত্রীরাও একই পরিষেবা ব্যবহার করতে পারবেন।
বিআরটিসি বাস পরিষেবাটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।