রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট
  ২৯ জানুয়ারি ২০২৫, ১২:১৭

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন। এ কারণে সব ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। বুধবার (২৯ জানুয়ারি) ভোর ৫টায় বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়।
কর্মসূচি প্রত্যাহারের কারণে বুধবার সকাল ৯টার পর থেকে সিডিউল ট্রেনগুলো প্রারম্ভিক স্টেশন থেকে যাত্রা শুরু করবে।
এদিকে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে রেলপথ উপদেষ্টার বাস ভবনে বৈঠকে বসেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক ইউনিয়নের নেতারা। সেখানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহসহ আরও অনেকে।
এ সময় রানিং স্টাফদের মাইলেজ সমস্যা বুধবারের মধ্যে সমাধান করা হবে— রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের এমন আশ্বাস দিলে রানিং স্টাফরা মধ্যরাতে কর্মবিরতি প্রত্যাহার করে নেন।