হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে

মিয়া গোলাম পরওয়ার
ডেস্ক রিপোর্ট
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৩

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘খুনি হাসিনা ভারত থেকে উস্কানি দিচ্ছেন। উনি দেশে আসবেন বলছেন। এখানকার আওয়ামী লীগের দোসররা বলছে আপা আসেন। কুমিল্লা সীমান্ত দিয়ে আসবেন বলছেন।’
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনার মোক্তার পাড়ায় কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ভারতের বিজেপি সরকারে মন্ত্রীরা উসকানিমূলক বক্তব্য দিচ্ছে বাংলাদেশের ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড খুনি হাসিনা। যার বিরুদ্ধে আদালত থেকে ওয়ারেন্ট রয়েছে। তার বিরুদ্ধে দুই শতাধিক মামলা রয়েছে। খুনিকে আশ্রয় দিয়ে ভারত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে হাসিনার দেওয়া বক্তব্যের জন্যে ভারত দায়ী নয়। এ কথা অসত্য। আমরা এ কথার নিন্দা জানাই। আমরা বলছি, ভারত তুমিই দায়ী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের সঙ্গে ভারতের রাষ্ট্রীয় নীতির কোনো মিল নাই।’
জেলা আমির মাওলানা অধ্যাপক ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, জামায়াতের প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, সাংগঠনিক সেক্রেটারি ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া, সাবেক জেলা আমির মাওলানা এনামুল হক, সুধীর সরকার শুভ, জাতীয় নাগরিক কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম খান পাঠান প্রমুখ।