অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি প্রতিবেদনে তা সমাপ্ত হয়ে গেছে। ওই প্রতিবেদনে অক্ষরে অক্ষরে বলা হয়েছে কোথায় কাকে কীভাবে মারা হয়েছে। এর থেকে বের হওয়ার কারও উপায় নেই।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে এ আশঙ্কার কথা জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, আমরা সেদিন আয়নাঘরে গেলাম, মানুষ কত নির্মম হতে পারে, বীভৎস দৃশ্যের সৃষ্টি করতে পারে, নৃশংস হতে পারে, এর চেয়ে বড় নমুনা আর কোথাও পাওয়া যাবে না। আমাদের শুধু দেখতে কষ্ট লেগেছে আর যারা বছরের পর বছর সেখানে থেকেছে তাদের কথা চিন্তা করেন। তাদের প্রতিটি বর্ণনা তাদের প্রতিটি অভিজ্ঞতা, গুম-খুন কমিশনের রিপোর্টে তুলে ধরা হয়েছে।