প্রশাসনে সরকারের কর্তৃত্ব এখনো প্রতিষ্ঠিত হয়নি

এবি পার্টি
ডেস্ক রিপোর্ট
  ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩১

আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেছেন, প্রশাসনে সরকারের কর্তৃত্ব এখনো সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়নি। এমন পরিস্থিতিতে যে কোনো নির্বাচনের আয়োজন করলে সেটা হবে বিপজ্জনক।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস অ্যাকাডেমির সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা বলেছি—এই সরকারের কর্তৃত্ব এখনো প্রতিষ্ঠিত হয়নি। এ রকম একটি ভঙ্গুর অবস্থা নিয়ে কীভাবে নির্বাচন করবেন! আমরা স্পষ্টভাবে বলেছি স্থানীয় নির্বাচন আগে করেন বা জাতীয় নির্বাচন আগে করেন কিন্তু আপনার প্রশাসনিক কর্তৃত্ব লাগবে।
তিনি বলেন, আমি সরকারকে পরামর্শ দিয়েছি, আপনাদের একজন উপদেষ্টা ছদ্মবেশে বের হন। ছিনতাইকারীর কবলে পড়লে, থানা থেকে আহ্বান করলে কী সাহায্য পাওয়া যায় সেটা আপনারা সরেজমিনে দেখেন। আমার এই বক্তব্যের পরে সবাই সেখানে করতালি দিয়ে সমর্থন জানিয়েছে।
তিনি বলেন, আমরা মনে করি এই সরকার ক্ষমতায় আছে ঠিকই কিন্তু তাদের কর্তৃত্ব সুস্পষ্টভাবে হয়নি। এ রকম কর্তৃত্বহীন অবস্থায় যে কোনো নির্বাচন হবে আমাদের জন্য বিপজ্জনক। সংস্কার এবং কর্তৃত্ব না এনে নির্বাচন করলে সে নির্বাচন হবে অত্যন্ত খারাপ।