পিলখানায় বিডিআর সদরদপ্তরে হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ তার সহযোগীদের ফাঁসি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে টাউন ফুটবল মাঠে এক জনসভায় এ মন্তব্য করেন তিনি।
আমান উল্লাহ আমান বলেন, শেখ হাসিনা পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করেছেন। এ হত্যার দায়ে শেখ হাসিনা এবং তার সহযোগীদের ৫৭ বার ফাঁসি হবে। আমাদের আইন-আদালত এবং জনগণ হাসিনাসহ তার দোসর কাউকে রেহাই দেবে না।
তিনি আরও বলেন, তারেক রহমান দেশে এসে আপনাদের নেতৃত্ব দেবেন, আর নির্বাচন করবেন। দেশ যাবে কোন পথে, তার ফয়সালা হবে রাজপথে। বাংলাদেশের মানুষ দেশকে ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত করেছে। অন্তর্বর্তী সরকার আছে। তাদের কাছে আমাদের দাবি, সামনে পবিত্র রমজান তাই দ্রব্যমূল্য কমাতে হবে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে।
আমান উল্লাহ আমান বলেন, আমাদের সামনে কঠিন সময় আসছে, আর এই কঠিন সময়ে আমাদের সবাইকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। দেশের ভবিষ্যৎ গঠনের জন্য প্রস্তুত থাকতে হবে। এটা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ।
বিএনপির এই নেতা বলেন, বেগম জিয়া সুচিকিৎসা নিতে লন্ডনে আছেন। তিনি দ্রুত দেশে ফিরবেন। তিনি দেশে এলেই আমরা আরও উজ্জীবিত হবো। আমাদের বিশ্বাস, তিনি আবার উঠে দাঁড়াবেন।
জনসভায় আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।