সংবিধান পুনর্লিখনের দাবি জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, গত তিনটি অবৈধ নির্বাচনের পর আবারও প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে পারে না। আরও একটি তথাকথিত নির্বাচন হতে পারে না। অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে। গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান পুনর্লিখিত হতে হবে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক বন্দোবস্তে নারীদের অংশগ্রহণ’ শীর্ষক এ নারী সমাবেশের আয়োজন করা হয়।
সামান্তা শারমিন বলেন, ‘ক্যাম্পাসগুলোতে নতুন ধারার রাজনীতি চালু হয়েছে। আগামীতে নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে। নারীদের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় আসতে হবে। আমরা আওয়ামী লীগের বিচার চাচ্ছি। শেখ হাসিনা নারী নেতৃত্বের নামে নারীকে পিছিয়ে রাখার অনেক কলাকৌশল অবলম্বন করেছেন। সংরক্ষিত আসনের নামে নারীদের ক্ষমতায়নের কথা বলা হলেও আমরা দেখেছি নারীদের নেতৃত্ব তৈরির ক্ষেত্রে এটা বড় বাধা ছিল।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ দলীয় প্রয়োজনে শুধু কতগুলো নারীর ফেস ব্যবহার করেছে। বাংলাদেশের নারীরা এভাবে আর ব্যবহার হতে পারে না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন নিজের মধ্যে নারীর ক্ষমতায়ন বহির্বিশ্বে প্রচার করলেও এটা মিথ্যা ছিল। এজন্য তার বিচার হতে হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুসরাত তাবাসসুম বলেন, ‘নারীরা বাচ্চারা কীভাবে পড়বে, কোন কোচিংয়ে পড়বে সেটা ঠিক করতে পারলে, দেশের জন্য কোনটা সঠিক সে সিদ্ধান্তও নিতে পারবে। নারীর ভোট ও পুরুষের ভোটের সমান ক্ষমতা। আপনাদের জানার প্রয়োজন নেই যে আপনাদের বক্তব্য কেউ শুনছে না। আমরা জনমত করতে গিয়ে নারীদের মতামত সবচেয়ে বেশি পেয়েছি।’
নারীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনাদের যারা বাড়িতে আছেন তাদের গিয়ে বলবেন এ কথাগুলো। ঘরে বসে বক্তব্য দিয়ে কাজ হয় না। কাজ হবে যখন আপনারা কথা বলবেন। রান্নাঘরে কাজ করতে করতেও আলোচনা করুন দেশ কোন দিকে যাচ্ছে তা নিয়ে। আপনারা সরাসরি রাজনীতিতে আসুন। এর মানে এই না আপনাকে নির্বাচন করতে হবে। ভোট দেওয়াও একটি রাজনীতি।’
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির নারীবিষয়ক সেলের সম্পাদক সাদিয়া ফারজানা দিনা, মিডিয়া সেলের মুখপাত্র ও সম্পাদক মুশফিক উস সালেহীন, জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ জেলার সদস্য শওকত আলী ও আহমেদুর রহমান তনুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।