শুধুমাত্র জুলাই-আগস্টের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর জেলা বিএনপির সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, আজ অনেকে বড় বড় কথা বলেন। কেবল জুলাই-আগস্টের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি। এটি ছিল দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতার শেষপ্রান্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এ দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতা ঐক্যবদ্ধ হয়ে হাসিনার পতন ঘটিয়েছে।
আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যায়নি। ১৯৭১ সালের ২৫ মার্চ সাড়ে সাত কোটি মানুষকে রেখে যেভাবে শেখ মুজিবুর রহমান পালিয়েছেন ঠিক সেভাবেই ২০২৪ সালে শেখ হাসিনাও পালিয়ে ভারতে আশ্রয় নেন।
শেখ হাসিনা যে অপরাধ করেছেন তার সাজা ৫ হাজার বছর দিলেও শেষ হবে না বলে মন্তব্য করেন আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, তাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে আবুল খায়ের ভূঁইয়া বলেন, সংস্কার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। আপাতত যেটুকু সংস্কার করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব সেটা করেন। ডাইনে-বাঁয়ে সময়ক্ষেপণ না করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।
রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিছুর রহমান লাকুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মো. আব্দুল খালেক।