কক্সবাজারের নাফ নদী থেকে তিন নৌকা থেকে ২২ জেলেকে নিয়ে গেছে আরাকান আর্মি। মঙ্গলবার (৮ এপ্রিল) দিনগত রাতে তাদের ধরে নিয়ে যায় তারা।
নৌ-ঘাট এলাকার জেলে নবী হোসেন বলেন, মঙ্গলবার সেন্টমার্টিনের অদূরে নাফ নদীর মোহনা থেকে আরাকান আর্মির পাঁচটি নৌকাসহ ১১ জন জেলেকে আটক করে নিয়ে যায় বলে খবর পাই। পরে জানা গেছে সেখানে তিন নৌকায় ২২ জেলে রয়েছে। তাদের মধ্যে রোহিঙ্গা জেলেও আছে। আটক জেলেরা এখনো আরাকান আর্মির হাতে বন্দি। তবে বাকি আরও দুটি নৌকায় কতজন জেলে আছে সেটার সঠিক তথ্য জানা যায়নি।
এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, নাফ নদীর মোহনা থেকে পাঁচটি নৌকা জব্দের খবর পাই। তখন দুটি নৌকায় ১১ জেলে ছিল। বাকি তিন নৌকায় কতজন ছিল সেটি জানা যায়নি। তবে এখন বিভিন্ন মাধ্যমে খবর পাচ্ছি তিন নৌকায় ২২ জেলে রয়েছে।