ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ইউনূস সরকার এখন পর্যন্ত যে সংস্কার করেছে তাতে ইসলামী আন্দোলন সন্তুষ্ট। সংস্কারের জন্য সরকারকে জনগণ সময় দিতে চায় কিনা একটি গণভোট দিলেই পরিষ্কার হয়ে যাবে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলা ইসলামী যুব আন্দোলনের সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ভাঙা এক দেশ, স্বল্প সময়ে কতইবা সংস্কার করা যায়? তবুও ড. মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টারা যেভাবে দেশ গঠনের চেষ্টা করছে তাতে আমরা সন্তুষ্ট।
তিনি বলেন, একদল শুধু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, সেটা নির্বাচন হবে না। সেই নির্বাচন হবে প্রহসনের নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন। সংস্কার ব্যতীত যদি নির্বাচন হয় সে নির্বাচন হবে ডাকাতি-জুলুম ও দখলধারীর নির্বাচন। আমরা চাই সংস্কার, তারপর নির্বাচন।
ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, পহেলা বৈশাখে ঢোল-তবলা ও পেঁচার ছবি দিয়ে যে মিছিল হয় সেটি বাংলাদেশের সাংস্কৃতিক নয়। এটা পাশের দেশের স্ক্রিপ্টে সংস্কৃতি। যেটা বাংলাদেশের জনগণ মানতে পারে না।
বক্তৃতা শেষে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম সদর উপজেলা ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটির নাম ঘোষণা ও শপথ বাক্য পাঠ করান।
সদর উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীনসহ নেতাকর্মীরা।