‘ক্রাফট ইনস্ট্রাক্টর’ পদ না রাখার ঘোষণা, লিখিত চান শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট
  ১৬ এপ্রিল ২০২৫, ২৩:২১

পদোন্নতিতে ‘ক্রাফট ইনস্ট্রাক্টরদের’ কোনো কোটা রাখা হবে না। এমনকি ‘ক্রাফট ইনস্ট্রাক্টর’ নামে পদই রাখা হবে না। পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এমন ঘোষণা দিয়েছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শোয়াইব আহমাদ খান।
বুধবার (১৬ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের আন্দোলনস্থলে উপস্থিত হয়ে এ ঘোষণা দেন তিনি।
কারিগরি অধিদপ্তরের ডিজি বলেন, আদালতের রায়ে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতিতে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ কোটা রাখার কোনো বিষয় নেই। তবুও আমরা আপিল করেছি। শিক্ষার্থীদের দাবি মেনে আদালত থেকে বিষয়টি সুরাহা হয়ে আসবে।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান বলেন, শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে আমরা একমত। আমরাও চাই দাবিগুলো পূরণ হোক। তাই দাবি পূরণের জন্য আমাদের সময় দিতে হবে।
তবে, ডিজি ও অধ্যক্ষের আশ্বাসের পরও সাতরাস্তা মোড়ে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, প্রত্যেকটি দাবি পূরণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে- লিখিতভাবে তা জানাতে হবে।
বিকেল পৌনে ৫টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে বৃষ্টিতে ভিজে স্লোগান দিচ্ছিলেন। অন্যদিকে আশ্বাস দেওয়ার পরও শিক্ষার্থীরা রাস্তা না ছাড়ায় কারিগরি অধিদপ্তরের ডিজি পলিটেকনিক ইনস্টিটিটিউটের অধ্যক্ষের কার্যালয়ে অবস্থান করছিলেন।
এর আগে বুধবার সকাল ১০টার দিকে পলিটেকনিক শিক্ষার্থীরা রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন। ঢাকার শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সারাদেশে জেলায় জেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।