জামায়াত নেতার বিরুদ্ধে বিএনপি নেতাকে হাতুড়িপেটার অভিযোগ

ডেস্ক রিপোর্ট
  ১৮ এপ্রিল ২০২৫, ২৩:৩৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজাদ হোসেন নামের এক বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে জামায়াত নেতার বিরুদ্ধে।
শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর উপজেলার পৌরশহরের থানার মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত বিএনপি নেতার নাম আজাদ হোসেন। তিনি উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব। পৌর জামায়াতের আমির হাফিজুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, জামায়াত-শিবিরের নেতারা পৌর বাস টার্মিনাল থেকে নিয়মিত টোল আদায় করেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) টার্মিনালের মালিক সমিতি দখল নিয়ে সাবেক প্রসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি নামিয়ে ফেলা হয়। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তাদের সরিয়ে দেই। এ ঘটনার জের ধরে আজ পৌর জামায়াতের আমির হাফিজুর রহমানের নেতৃত্বে বেশ কয়েকজন আজাদের ওপর অতর্কিত হামলা চালান। এসময় আজাদকে হাতুড়িপেটা করে তারা পালিয়ে যান।
এ বিষয়ে বক্তব্য জানতে জামায়াত নেতা হাফিজুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
তবে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, ‌হাফিজুরের সঙ্গে বিএনপি নেতা আজাদের ব্যক্তিগত দ্বন্দ্ব। জামায়াত ইসলামীর কোনো সাংগঠনিক বিষয় নিয়ে এই সংঘর্ষ হয়নি। তবে এ ঘটনার জের ধরে তার ভাই ব্যাংক কর্মকর্তা গোলাম মোস্তফাকে বিএনপি নেতাকর্মীরা ধরে থানায় নিয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সামিউল ইসলাম জাগো নিউজকে বলেন, আজাদ হোসেনের মাথায় হাতুড়িজাতীয় কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এতে তার মাথার খুলি ফেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত সূত্রধর জাগো নিউজকে বলেন, জুমার নামাজ শেষে আজাদ হোসেন তার কয়েকজন লোকের সঙ্গে থানার গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় তার পাশেই দাঁড়িয়ে ছিলেন ৪-৫ জন ছেলে। এসময় কালো পাঞ্জাবি ও মাথায় টুপি পরা একটা ছেলে হঠাৎ আজাদ হোসেনকে ঘুসি মারেন। পরে নিজেকে রক্ষার্থে তিনি যখন দৌড় দেন, তখন হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হয়। যে আঘাত করেছে আমরা তার পরিচয় জানতে পেরেছি। তাকে আটকের চেষ্টা চলছে।