‘ভুয়া লোকজন’ তো আছেই, এমনকি এখনো জন্মগ্রহণ করেনি, এমন ব্যক্তিরাও বেকারভাতার নামে কোটি কোটি ডলার আত্মসাৎ করেছে বলে প্রমাণ পেয়েছে এলন মাস্কের ‘ডিপার্টমেন্ট অব গভার্নমেন্ট ইফিসিয়েন্সি (ডিওজিই)।
ডিওজিই দাবি করেছে, তারা ২০২০ সাল থেকে বেকারভাতা দাবিকারীদের নিয়ে প্রাথমিক জরিপ করে দেখতে পেয়েছে যে আগামী ১৫ বছরের মধ্যেও জন্মগ্রহণ করবে না, এমন ৯,৭০০ লোক ৬৯ মিলিয়ন ডলার ভাতা দাবি করেছে। একটি অবিশ্বাস্য দাবিতে এক ব্যক্তি বেকারভাতা দাবি করেছে, যার জন্মসাল হবে ২১৫৪ সালে। ওই লোক ৪১ হাজার ডলার দাবি করেছে বলে এক্স পোস্টে ওই বিভাগটি জানায়।
এছাড়া আরো সাড়ে ২৪ হাজার এমন লোক বেকারভাতা দাবি করেছে, যাদের বয়স হবে ১১৫ বছর। তারা ৫৯ মিলিয়ন ডলার দাবি করেছে। আর ২৮ হাজার লোক বেকারভাতা দাবি করেছে, তাদের বয়স ১ থেকে ৫ বছর। তারা ২৫৪ মিলিয়ন ডলার দাবি করেছে। ডিওজিই এর তথ্য মতে, তারা বেকারভাতা হিসেবে কোটি কোটি ডলার দাবিকারী প্রতারকের সন্ধান পেয়েছে।
মাস্ক এক এক্স পোস্টে দাবি করেন, ভবিষ্যতে জন্মগ্রহণ করবে, এমন প্রতারকদের পেছনে করদাতাদের অর্থ ব্যয় করা হচ্ছে। বিশ্বের ধনীতম ব্যক্তি মাস্ককে সদ্য গঠিত ডিওজিইর দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দায়িত্ব হলো অপচয়মূলক সরকারি ব্যয় কমানো এবং ফেডারেল সরকারের তহবিলের জালিয়াতিগুলো প্রকাশ করা। তিনি ডিওজিইর চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশের পর আরেক পোস্টে বলেন, ‘সবচেয়ে বয়স্ক আমেরিকানের বয়স হলো ১১৪ বছর। ফলে আস্থার সাথেই বলা যঅয়, ১১৫ বা এর চেয়ে বেশি বয়সের যে কেউ মৃত্যুর কারণে ‘বেকারভাতা’ সংগ্রহ করছে।