চুনারুঘাটে ব্যবসায়ী আব্দুল হাই হত্যার প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট
  ২৩ এপ্রিল ২০২৫, ২৩:৩১

চুনারুঘাটের জারুলিয়া বাজার এর ব্যবসায়ী আব্দুল হাই হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।(২১ এপ্রিল)সোমবার আসরের নামাজের পর স্থানীয় জারুলিয়া বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে প্রায় হাজারো মানুষের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত।
গাজীপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রভাষক আব্দুল হামিদ তালুকদার ও সাধারণ সম্পাদক মীর সেলিম।ইউনিয়ন বিএনপি’র সাবেক সেক্রেটারি হিমু চৌধুরী, জামায়াতে ইসলামী নেতা খলিলুর রহমান, ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম সজল সহ আরো অনেকেই।
বক্তারা বলেন,দিনের বেলা একজন সহজ সরল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা খুবই নেককারজনক ঘটনা জাগা শিউরে ওঠার মত। তারা সকলেই খুনিদের ফাঁসি দাবী করেন।নতুবা আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য,গত ১৯ এপ্রিল দুপুরে চুনারুঘাট উপজেলায় কাপর ব্যাবসায়ী আঃ হাই কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। দুপুরে আব্দুল হাই ডুলনা গ্রামের রাস্তার পাশে নিজের জায়গা থেকে বাঁশ কাটছিলেন।
এ সময় কয়েকজন নারী-পুরুষ এগিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়ে আব্দুল হাই ঘটনাস্থলেই মারা যান।এ ঘটনায় আট জনকে আসামি করে নিহত আব্দুল হাই এর মেয়ে বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ এখনো কোনো আসামি ধরতে পারেনি। তবে হবিগঞ্জের পুলিশ সুপার বলেন,পুলিশ তৎপর রয়েছে, অচিরেই আসামিদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে।