বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপি রাজনীতি করে এ দেশের মানুষ যেন তাদের অধিকার ফিরে পায়। মানুষ যেন তাদের ভোট দেওয়ার অধিকার ফিরে পেতে পারে। এ দেশে যেন মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা হয়।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা বিএনপির এক জনসভায় তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, বিএনপি যদি ক্ষমতার রাজনীতি করতো, তাহলে ৫ আগস্টের পর জাতীয় সরকার গঠন করে ক্ষমতায় যেতে পারতো। বিএনপি আগামীতে দেশের মানুষের ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। এজন্য নির্বাচনের বাইরে কিছু নেই। আর রাষ্ট্র মেরামতের জন্য বিএনপি অনেক আগেই ৩১ দফা দিয়েছেন। আমরা জনগণের সরকার এদেশে প্রতিষ্ঠা করব। জনগণই বিএনপির শক্তি।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম আলিম, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা ও রুমানা মোর্শেদ কনকচাঁপা বক্তব্য দেন।