চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির তারুণ্যের সমাবেশে যোগ দিয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। শনিবার (১০ মে) বিকেল সোয়া ৫টায় তিনি সমাবেশের মঞ্চে উপস্থিত হন। এ সময় যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বক্তব্য রাখছিলেন।
বিএনপির তিন অঙ্গ সংগঠন- যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের সমন্বয়ে সমাবেশটি যৌথভাবে আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।