হবিগঞ্জের বাহুবল উপজেলার লামাতাশী ইউনিয়নে টমটম ছিনতাইকারীরা কাসেম (২৫) নামে এক টমটম চালককে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার ভাতকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পড়ে থাকা কাসেমের নিহত দেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
নিহত কাসেম উপজেলার লামাতাশী গ্রামের আব্দুল আলীর ছেলে, কাসেম পেশায় একজন টমটম চালক ছিলেন । স্থানীয়রা জানায়, সোমবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই কাসেম নিখোঁজ ছিলেন। একইসঙ্গে তার ব্যবহৃত টমটমটিও খুঁজে পাওয়া যাচ্ছিল না।
এমন খবর পেয়ে তাৎক্ষণিক বাহুবল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের সময় কাসেমকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।”
এ বিষয়টি ঘিরে এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে এবং দ্রুত বিচার দাবি উঠেছে।