শুধু একটি দল সংবিধান সংশোধন করুক আমরা চাই না

জামায়াত
ডেস্ক রিপোর্ট
  ১৫ জুলাই ২০২৫, ২৩:২২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা আগে দেখেছি, কোনো কোনো দল নিজেদের ইচ্ছেমতো সংবিধান সংশোধন করত। শুধুমাত্র সরকারি দল সংবিধান সংশোধন করতে পারে না। শুধু একটিমাত্র দল সংবিধান সংশোধন করবে সেটি আমরা চাই না।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৪তম দিনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা চাই যারা ক্ষমতাসীন দল থাকবে তারা একই সঙ্গে অন্যান্য বড় দলগুলোকেও রাষ্ট্রের প্রয়োজনে এখানে এক হতে হবে। রাষ্ট্রের প্রয়োজনে সংবিধান সংশোধন হোক, এটা আমাদের মূল প্রিন্সিপাল। কিন্তু সেটিকে একটু কঠিন করতে হবে।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে বৈঠক শুরু হয়। বৈঠকে ২০টিরও বেশি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন। আজকের আলোচনার বিষয় ছিল দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট, সংবিধান সংশোধন এবং সংসদে নারী প্রতিনিধিত্ব।