মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শোক ও দুঃখ প্রকাশ

ডেস্ক রিপোর্ট
  ২১ জুলাই ২০২৫, ২৩:৫০

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান 
মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপর বিধ্বস্ত হয়ে দুর্ঘটনার শিকার হতাহততের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি এক এক্স বার্তায় উল্লেখ করেন, ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশের 
জনগণের প্রতি, বিশেষ করে নিহতদের পরিবারের প্রতি, যাদের অনেকেই ছোট শিশু, আমার আন্তরিক সমবেদনা। এই কঠিন শোকাবহ মুহূর্তে 
পাকিস্তান বাংলাদেশের সরকার এবং জনগণের সাথে সংহতি প্রকাশ করছে।