রাকসুর সাবেক জিএস জাহাঙ্গীর কবিরের মৃত্যুতে রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শোক প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির রানার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) সভাপতি রফিকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজাম উদ্দিন।
১০ আগস্ট রোববার গণমাধ্যমে পাঠানো সংগঠনটির এক যৌথ শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শোকবার্তায় বলা হয়, মরহুম জাহাঙ্গীর কবির রানা ৯ আগস্ট রাত ১১টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
জাহাঙ্গীর কবির রানার গ্রামের বাড়ি পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের পাবগাছি গ্রামে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, একটি ছেলে সন্তান ও একটি মেয়ে সন্তান রেখে গেছেন।
উল্লেখ্য, জাহাঙ্গীর কবির রানা ১৯৭৯ সালে রাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হন এবং রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।