একাত্তরের ভুল স্বীকার করে বিবৃতি দিতে পারে জামায়াত

মাসুদ কামাল
ডেস্ক রিপোর্ট
  ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৩১

নির্বাচনের আগে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় তাদের নেতৃবৃন্দের সিদ্ধান্তের ‘ভুল স্বীকার’ করে বিবৃতি দেবে বলে মনে করেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। জামায়াতে ইসলামীর রাজনীতি পরিবর্তন হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। 
মাসুদ কামাল তার ইউটিউব চ্যানেল ‘কথা’য় এক ভিডিওতে বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় জামায়াতের তৎকালীন নেতাদের সিদ্ধান্তের ব্যাপারে প্রশ্ন করা হলে বর্তমান নেতারা নীরব থেকেছেন। কিন্তু আমার কেন যেন মনে হয় এই নির্বাচনের আগে জামায়াত এই বিষয়ে একটু সরব হবে। আমার এটাও ধারণা যে জামায়াত হয়তো একাত্তরের সময় তাদের ভুল হয়েছিল, এই মর্মে কেন্দ্রীয় পর্যায় থেকে একটা বিবৃতি দেবে।’
উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনে বিজয়ের পর ছাত্রশিবিরের যারা নির্বাচিত হয়েছেন পুরো কমিটি নিয়ে তারা রায়ের বাজার বদ্ধভূমিতে গিয়েছেন।
মুক্তিযুদ্ধে শহীদদের সেখানে কবর আছে এবং সেখানে তারা শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করেছেন।’ 
তবে ডাকসুতে নির্বাচিতরা রায়েরবাজারে গিয়ে দোয়া ও মোনাজাত করার সিদ্ধান্তটি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এসেছে বলে দাবি করেছেন মাসুদ কামাল। তিনি বলেন, ‘এই ইসলামী ছাত্রশিবির নিজেরা সিদ্ধান্ত নিয়ে রায়েরবাজারে যায়নি। তারা তাদের মূল দলের সঙ্গে আলাপ করে গিয়েছে।
এ ব্যাপারে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এক ইন্টারভিউতে বলেছেন, ‘আমরা এটা সিদ্ধান্ত নিয়ে করেছি।’ মানে জামায়াত সিদ্ধান্ত দিয়েছে তোমরা ওখানে যাও।’
এটিকে জামায়াতে ইসলামীর রাজনৈতিক ধারার পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক।