মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র

পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট
  ১৮ অক্টোবর ২০২৫, ০০:০৪
আপডেট  : ১৮ অক্টোবর ২০২৫, ০০:০৮

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে। শুক্রবার দুপুর ১টা ২৫ মিনিটের দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান ‘জুলাই যোদ্ধারা’, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া এমপি হোস্টেলের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ চালাচ্ছেন আন্দোলনকারীরা।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা সড়কে থাকা টায়ার ও প্লাস্টিকের জিনিসপত্রে আগুন ধরিয়ে দেন। প্রতিবেদনের সময় পর্যন্ত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল। মানিক মিয়া এভিনিউতে যান চলাচল ও সাধারণ মানুষের হাঁটা চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
সংসদ ভবনের ১২ নম্বর গেটেও উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেট বন্ধ করে দিয়েছে যাতে আন্দোলনকারীরা ভিতরে প্রবেশ করতে না পারেন। আন্দোলনকারীরা গেটের সামনে অবস্থান করে বারবার ভেতরে প্রবেশের চেষ্টা করছেন এবং গেট খোলার জন্য আহ্বান জানাচ্ছেন।
শুক্রবার সকাল থেকেই জুলাই যোদ্ধারা জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে অবস্থান নিয়েছিলেন।
সরেজমিনে দেখা যায়, পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি ও আনসারসহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্য পুরো এলাকা ঘিরে রেখেছেন। তারা সংসদ ভবনের ১২ নম্বর গেট থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ ও অনুষ্ঠানস্থল পর্যন্ত নিয়ন্ত্রণে রাখছেন, যাতে পরিস্থিতি আরও অবনতি না হয়।