জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশের বাধা অতিক্রম করে দেওয়াল টপকে অনুষ্ঠানস্থলে প্রবেশ এবং অতিথিদের জন্য বরাদ্দ করা চেয়ারগুলোতে বসে পড়ায় ‘জুলাই যোদ্ধাদের’ সংসদ ভবন এলাকা থেকে বের করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনা ঘটেছে শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ফেলেন। এরপর তারা বাইরে বের হয়ে কিছু ট্রাক ও বাস ভাঙচুর করেন। এর মধ্যে দুইটি গাড়ি পুলিশের। পুলিশ তাদের ধাওয়া করলে আন্দোলনকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন, পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একপর্যায়ে লাঠিচার্জও করা হয়।
সূত্র জানায়, সকাল থেকেই জুলাই যোদ্ধারা সংসদ ভবনের সামনে অবস্থান নেন। তারা দাবি তুলেছেন, জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হোক।
দুপুর সাড়ে ১২টার পর থেকে সংসদ ভবনের ১২ নম্বর গেট এবং অনুষ্ঠানস্থলের আশপাশে উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেট বন্ধ করে দিয়েছেন, যাতে আন্দোলনকারীরা ভিতরে প্রবেশ করতে না পারে। তবে আন্দোলনকারীরা গেটের সামনে অবস্থান করে বারবার ভিতরে প্রবেশের চেষ্টা করছেন।
সরেজমিনে দেখা যায়, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি ও আনসারসহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্য পুরো এলাকা ঘিরে রেখেছেন। দায়িত্বপ্রাপ্তরা জানান, প্রচুর সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় এবং পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হয়।