বিএনপির প্রার্থীদের উদ্দেশে যা বললেন শিশির মনির

ডেস্ক রিপোর্ট
  ০৩ নভেম্বর ২০২৫, ২৩:৪৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি। বাকি ৬৩টি আসনের মধ্যে কিছু আসন শরিকদের ছাড়বে দলটি। এছাড়া জটিলতা থাকায় কিছু আসনে মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপির প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতের এমপি প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির। 
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘চূড়ান্ত নমিনেশনপ্রাপ্তদের অভিনন্দন। আশা করি, রাজনীতিতে সৃষ্টিশীলতার নজির দেখাবেন। নতুনত্বকে আলিঙ্গন করবেন।’