ছেলের ছোঁড়া গুলিতে প্রাণ গেল মায়ের

নিজস্ব সংবাদদাতা
  ১৬ আগস্ট ২০২২, ২০:৫০

চট্টগ্রামের পটিয়ায় মাইনুল ইসলাম (৩০) নামের এক যুবকের ছোঁড়া গুলিতে তার মা জেসমিন আকতার (৫২) মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে ৫ নম্বর ওয়ার্ডে নিজ ঘরে মাকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। 
জেসমিন আকতার পটিয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম শামসুল আলম মাস্টারের স্ত্রী। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন মাইনুল ইসলাম।
জানা গেছে, আজ সকালে মাইনুলের মা জেসমিন আকতার ব্র্যাক ও জনতা ব্যাংকে যান টাকা তুলতে। ব্যাংক থেকে বাড়ি ফিরলে বেলা ২টার দিকে মা-ছেলের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বাড়ির দোতলায় মাকে গুলি করেন মাইনুল। স্থানীয় লোকজন জেসমিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার প্রথমে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, মাইনুল ইসলামের ঘর থেকে ১০ রাউন্ড কার্তুজ ও ব্যবহৃত পিস্তলের গুলির একটি খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।