বঙ্গবন্ধুর বায়োপিকে কোন পরিস্থিতিতে অভিনয় করেছিলেন, সেই উত্তর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাই দিতে পারবেন বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি শর্টফিল্ম ‘আলী’র প্রদর্শনের আমন্ত্রণ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন।
বঙ্গবন্ধুর বায়োপিকে আপনার স্ত্রী তিশা অভিনয় করেছেন। আপনার কি এখন মনে হয়, ওই সময় সেই সিদ্ধান্তটা ভুল ছিল- এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমাদের (তিশা-ফারুকী) দাম্পত্য জীবনটা হচ্ছে এ রকম, প্রত্যেকেই তার পেশাগত জীবনের বিষয়ে স্বাধীন।
আপনি কি মনে করেন আমরা এমন সমাজে বাস করছি যেখানে স্ত্রী তার পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নেবে বা আমি পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে আমার স্ত্রীর অনুমতি নেবো? আই ডোন্ট থিঙ্ক সো। সে (তিশা) তার পেশাগত জীবনের সিদ্ধান্ত নিজেই নেয়। সে ওটার উত্তর দিতে পারবে- কোন পরিস্থিতিতে কেন তাকে ওটা (বঙ্গবন্ধু বায়োপিকে অভিনয়) করতে হয়েছে। এখানে আমার ভুল করার কী আছে, আমি বুঝতে পারছি না।