রেলের টিকিট কালোবাজারে বিক্রি

সিলেটে বিআরটিসির ব্যবস্থাপক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  ১৮ আগস্ট ২০২২, ১১:১৩

রেলের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে সিলেট রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী ও বিআরটিসির কদমতলি কাউন্টার ব্যবস্থাপককে আটক করে র্যাব-৯। আটকের পর তাৎক্ষণিক সিলেট রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী সুজন মিয়াকে বরখাস্ত করা হলেও সরকারি কর্মচারী আইন অনুযায়ী তাকে সংশ্লিষ্ট দপ্তরের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। তবে বিআরটিসির কদমতলি কাউন্টার ব্যবস্থাপক রুমেল আহমদকে (৪০)গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) বিকেলে র্যাব-৯ এর মেজর আরাফাত আলী খানের নেতৃত্বে সিলেট রেলওয়ে স্টেশনে এ অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার সকালে র্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর আরাফাত আলী খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে সুজন ও রুমেল টিকিট কালোবাজারে বিক্রি করে আসছেন। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করি। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বুকিং সহকারী মো. সুজন মিয়াকে বরখাস্ত করা হয়। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করলে সরকারি কর্মচারি হওয়ায় তাকে ছেড়ে দিই। বিআরটিসির কদমতলি কাউন্টার ব্যবস্থাপক রুমেল আহমদকে গ্রেফতার করেছি। এসময় তার কাছ থেকে চারটি টিকিট জব্দ করা হয়েছে।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম জানান, সিলেট রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী মো. সুজন মিয়াকে নানা অভিযোগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে বরখাস্ত করা হয়েছে।