কোটা আন্দোলন

হতাহতের ঘটনা তদন্তে ‌‌কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার

ডেস্ক রিপোর্ট
  ০২ আগস্ট ২০২৪, ০১:০৩

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র ক‌রে যেসব হতাহ‌তের ঘটনা ঘ‌টে‌ছে সেগু‌লোর তদন্ত ও বিচারের বিষ‌য়ে সরকার কূটনীতিকদের আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মো‌মেন।
বৃহস্প‌তিবার (১ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফ শে‌ষে তিনি সাংবা‌দিক‌দের এ কথা জানান।
পররাষ্ট্রস‌চিব ব‌লেন, ‘কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিদেশি কূটনীতিকদের আমরা লেটেস্ট তথ্য ও ভিডিও দেখিয়েছি। আমরা জানিয়েছি, হেলিকপ্টার থেকে র‍্যাব গুলি করেনি। এছাড়া আন্দোলনের সময় বিজিবি ও পুলিশের ভূমিকা কী ছিল, সেটাও তুলে ধরেছি। আমরা তাদের কাছে ভিডিও সরবরাহ করেছি।’
মাসুদ বিন মো‌মেন ব‌লেন, ‘কূটনীতিকদের সামনে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। আমরা জানিয়েছি, আন্দোলনে মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন কাজ শুরু করে দিয়েছে। কমিশন সুষ্ঠুভাবে সব ঘটনার তদন্ত করবে।’
এসময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ব‌লেন, ‘আমরা সব বিষয় নিয়েই কথা বলতে প্রস্তুত। কূটনীতিকদের সঙ্গে আমরা তথ্য শেয়ার করেছি। আমরা ধারাবাহিকভাবে এটা শেয়ার করবো। কোটা আন্দোলন নিয়ে কোনো দেশের সঙ্গেই আন্তরাষ্ট্রীয় সম্পর্কে প্রভাব ফেলেনি।’