পিটার হাসকে পেটানোর হুমকি 

সেই ইউপি চেয়ারম্যানের সম্পদ জব্দের আদেশ

ডেস্ক রিপোর্ট
  ০২ আগস্ট ২০২৪, ১৬:১৯

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে মারধরের হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী ও তার স্ত্রী সাহেদা বেগম নুরীর অবৈধভাবে অর্জিত সম্পদ জব্দের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কাজী ছনোয়ার আহমেদ লাভলু বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে গত বছর তাদের বিরুদ্ধে মামলা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন। তাদের অবৈধভাবে অর্জিত সম্পদ যাতে হস্তান্তর কিংবা বিক্রি করতে না পারেন এজন্য ক্রোকের আবেদন চেয়ে গত ১৫ জুলাই আদালতে আবেদন করা হয়। তবে এ আবেদনের শুনানি হয় গত ২৫ জুলাই। ওই দিন চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুননেছা তাদের সম্পদ ক্রোকের আদেশ দেন।’
দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-২-এর উপপরিচালক মো. আতিকুল আলম বলেন, ‘বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী ও তার স্ত্রী সাহেদা বেগম নুরীর অবৈধভাবে অর্জিত সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। ইতোমধ্যে আদালতের নির্দেশনাসংবলিত চিঠি পাঠানো হয়েছে উপজেলা সাবরেজিস্ট্রার, ভূমি অফিসসহ সংশ্লিষ্ট দফতরে।’
এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর বাঁশখালী উপজেলার ১০ নম্বর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী ও তার স্ত্রী সাহেদা বেগম নুরীকে আসামি করে পৃথক মামলা দুটি করে দুদক। সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বাদী হয়ে মামলা দুটি করেন।’
এর মধ্যে একটি মামলায় বাঁশখালী উপজেলার ১০ নম্বর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে আসামি করা হয়। অপর মামলাটিতে তার স্ত্রী সাহেদা বেগম নুরীকে প্রধান করে মুজিবুল হক চৌধুরীকে দ্বিতীয় আসামি করা হয়।
মুজিবুল হক চৌধুরীকে একমাত্র আসামি করে দায়ের করা মামলাটিতে জ্ঞাত আয়বহির্ভূতভাবে ৫৬ লাখ ৭১ হাজার ১৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
সাহেদা বেগম নুরীকে প্রধান আসামি করে দায়ের করা মামলায় ৮৬ লাখ ৬২ হাজার ৭৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, অসাধু উপায়ে উপার্জিত অর্থ দিয়ে তার স্ত্রী সাহেদা বেগম নুরীর নামে সম্পদ অর্জনে সহযোগিতা করেছেন।
উল্লেখ্য, গত বছরের ৬ নভেম্বর মুজিবুল হক প্রকাশ্য জনসভায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেন। বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। বিএনপি ও সমমনা দলগুলোর ‘অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে’ চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক সভায় মুজিবুল হক রাষ্ট্রদূত পিটার হাসের উদ্দেশে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দেন। এতে তিনি বলেন, ‘পিটার হাস বলেছেন, এখানে সুষ্ঠু নির্বাচন হবে। পিটার হাস আমরা আপনাকে ভয় পাই না। আমরা মোটা চালের ভাত খাই। আপনি বিএনপির ভগবান। কিন্তু আমরা আওয়ামী লীগ ইমান বিক্রি করি না। আপনাকে এমন মারা মারবো, বাঙালি কত দুষ্টু তখন বুঝতে পারবেন।’ মুজিবুল হকের এই বক্তব্যকে ‘সহিংস বক্তব্য’ হিসেবে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দফতর।