শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে যাননি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে বঙ্গভবনে ওই শপথ অনুষ্ঠান হয়।
এতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিভিন্ন দলের নেতারা আমন্ত্রণ পান। তাদের মতো নির্বাচন কমিশনও আমন্ত্রণ পেয়েছিল।
নির্বাচন কমিশনারদের একান্ত সচিবরা জানান, পুলিশ কর্মবিরতিতে থাকায় তাদের প্রটোকল ও গানম্যান ছিল না। তাই তারা যেতে পারেননি।
এদিকে বৃহস্পতিবার সিইসি দুদিন পর কয়েক ঘণ্টার জন্য অফিস করেন। কমিশনে এসেছিলেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। তবে নির্বাচন কমিশনার মো. আলমগীর, রাশেদা সুলতানা ও মো. আনিছুর রহমান নির্বাচন ভবনে আসেননি। এছাড়া শপথ অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে দেখা যায়নি। তার আসনটি ছিল শূন্য।
গত ৫ আগস্ট শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের লক্ষ্যে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করেন।