সুনামগঞ্জ-সিলেট সড়কে ১৮ ও ১৯ নভেম্বর বাস চলাচল বন্ধ

সুনামগঞ্জ সংবাদদাতা
  ১৭ নভেম্বর ২০২২, ১২:৪০

সড়কে অবৈধ সিএনজি-ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে সুনামগঞ্জ-সিলেট রুটে আগামী ১৮ ও ১৯ নভেম্বর সব ধরনের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি মোজ্জামেল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‌‘আমরা দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ সড়কে অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবি জানিয়ে আসছি। এ কারণে সেই দাবিতে আগামী ১৮ ও ১৯ নভেম্বর সুনামগঞ্জ-সিলেট সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ থাকবে।’
এদিকে আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ওইদিন সিলেটেও বাস ধর্মঘটের ডাক দিয়েছে মালিক সমিতি।