ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাবের মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
সাবেক সেনা কর্মকর্তা জাহিদ ফারুক ২০০৪ সালে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। ২০১৮ সালে তিনি বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনেও তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন এবং মন্ত্রিসভায় আগের দায়িত্বেই বহাল থাকেন।