ঢাকার চীনা দূতাবাসের বিশেষ আয়োজনে যোগ দিয়েছেন বিএনপির নেতারা। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বিমানবন্দরের উপকণ্ঠে হোটেল লা মেরিডিয়ানে বিশেষ ভোজসভায় দেশের বিভিন্ন দলের নেতারাও অংশ নিচ্ছেন। রাত সোয়া ৯টায় এ প্রতিবেদন লেখার সময় বিশেষ আয়োজন চলছিল।
বিএনপির একটি সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, দীর্ঘ বেশ কয়েক বছর পর চীনের এমন আয়োজনে বিএনপির নেতারা যোগ দিলেন। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এ আয়োজন করা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপির মহাসচিবসহ অনেক নেতা আয়োজনে অংশগ্রহণ করছেন। দূতাবাসের আমন্ত্রণে তারা সেখানে গেছেন।’
সেখানে অংশ নিয়েছেন এমন একটি সূত্রে বাংলা ট্রিবিউনের কাছে আসা ছবিতে দেখা গেছে, রাষ্ট্রদূতের সঙ্গে কেক কাটছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাণিজ্য ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, অর্থনীতিবিদ রেহমান সোবহান প্রমুখ।
বিএনপির আমন্ত্রিতদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, নুরুল ইসলাম মনি, সুকোমল বড়ুয়া, হাবিব উন নবী খান সোহেল, অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, রাজিব আহসান প্রমুখ।