রিজভী-ইশরাকের নামে গ্রেপ্তারি পরোয়ানা

আদালত প্রতিবেদক
  ০৬ ডিসেম্বর ২০২২, ১২:০১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন তোফাজ্জল হোসেন এ পরোয়ানা জারি করেন। কিন্তু বিষয়টি সংবাদমাধ্যমে আসে গতকাল সোমবার।
রিজভীর সঙ্গে পরোয়ানা জারি হওয়া অপর দুই আসামি হলেন- খন্দকার এনামুল হক ও কাজী রেজাউল হক। অন্যদিকে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি
নেতা ইশরাক হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ পরোয়ানা জারি করেন।
রিজভীর মামলায় বৃহস্পতিবার চার্জগঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু রিজভীসহ তিন আসামির পক্ষে সময় আবেদন করা হয়। আদালত সময় আবেদন নামঞ্জুর করে পরোয়ানা জারির আদেশ দেন। আগামী ২৯ মার্চ মামলার চার্জশুনানির দিন ধার্য করেছেন আদালত।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালের ১২ সেপ্টেম্বর কাকরাইলের বিজয় নগরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীর নেতৃত্বে গাড়ি ভাঙচুর হয়। এ ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়িচালক আয়নাল পল্টন থানায় মামলা করেন। এর পর ২০১৭ সালের ২৩ অক্টোবর মির্জা ফখরুলসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়।
অন্যদিকে ইশরাকের নামে করা মামলায় গতকাল শুনানির দিন ধার্য ছিল। কিন্তু ৪৫ আসামির মধ্যে ১৩ জন আদালতে হাজির না হয়ে সময় আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে পরোয়ানা জারি করেন।