সংবিধান বাতিল ও রাষ্ট্রপতি নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে

হাসনাত আবদুল্লাহ
ডেস্ক রিপোর্ট
  ২৩ অক্টোবর ২০২৪, ২৩:১৫

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদচ্যুতির বিষয়ে বিএনপির দুজন নেতা দুই রকম বক্তব্য দেওয়ার পর দলটিকে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার (২৩ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে হাসনাত আব্দুল্লাহ একটি ফটো কার্ড শেয়ার করেছেন। সেখানে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বক্তব্য কোড করা হয়েছে, ‘রাষ্ট্রপতিকে বিদায় না করলে দেশে সুষ্ঠু নির্বাচন হবে না।’ আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘রাষ্ট্রপতির অপসারণ চায় না বিএনপি।’
বিএনপির দুই নেতার পরস্পরবিরোধী বক্তব্যের পরিপ্রেক্ষিতে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে ও গণতন্ত্রের পক্ষে বিএনপির দীর্ঘ লড়াইয়ের ইতিহাস রয়েছে। বর্তমান ২৪-পরবর্তী বাংলাদেশে ৭২-এর সংবিধান বাতিল ও রাষ্ট্রপতির পদচ্যুতির বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে। নিচের কোন বক্তব্যকে আমরা বিএনপির বক্তব্য হিসেবে ধরবো?’