হিলসাইডে তিন সংগঠনের রক্তদান কর্মসূচি ২৮ জুন

ডেস্ক রিপোর্ট
  ২৬ জুন ২০২৫, ১৩:৫৯

আগামী ২৮ জুন শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৬৮-২১ এভিনিউ, জ্যামাইকা, এনওয়াই- ১১৪৩২ (স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে, এফ ট্রেন ১৬৯ স্টেশন সংলগ্ন) এক রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এ কর্মসূচির আয়োজনকারী সংগঠনসমূহ হচ্ছে: নিউইয়র্ক সিটি বাংলাদেশী সিভিল সার্ভিস সোসাইটি (এনবিসিএস), বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা এবং জ্যামাইকা বাংলাদেশী এসোসিয়েশন (জেবিএ)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে যে, সকল রক্তদাতাকে টি-শার্ট, গিফট বক্স, গিফট কার্ড ও রিফ্রেশমেন্ট সরবরাহ করা হবে। ১৮ থেকে ৬০ বছর বয়সী শারীরিক ও মানসিকভাবে সুস্থ মানুষ যাদের ওজন ৫০ কেজি বা তার বেশি তারা রক্ত দিতে পারবেন। একবার রক্ত দেওয়ার ৪ মাস পর আবার রক্ত দেয়া যাবে। একজন সুস্থ স্বাভাবিক মানুষ রক্ত দিলে তেমন কোন ক্ষতি তো হয়ই না বরং অনেক ক্ষেত্রে তা আপনার দেহ মনের জন্য উপকারীও বটে। রক্তদানে যোগ্য ব্যক্তির দেয়া এক ব্যাগ রক্ত তিনজন পর্যন্ত বিপন্ন মানুষ বেঁচে যেতে পারে।
আগেভাগে অ্যাপষ্টেমেন্টের জন্য বা যেকোন প্রয়োজনে ফোন করার জন্য বলা হয়েছেঃ ডাঃ নাফিস- ৭১৮-৭০৯-১৫৯৩, ডা. শাহ আলম- ৯১৭৮২৫২৩৫৯, রাব্বী সাইদ- ৯১৪-৩০৩-৯৪৩৩।