সিলেট বোর্ডের স্থগিত পরীক্ষা ১৩ আগস্ট শুরু

ডেস্ক রিপোর্ট
  ০১ জুলাই ২০২৪, ১৩:০২

বন্যা পরিস্থিতিতে স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে সিলেট শিক্ষা বোর্ড। আগামী ১৩ আগস্ট থেকে স্থগিত চারটি বিষয়ের পরীক্ষা শুরু হবে।
রোববার (৩০ জুন) স্থগিত চারটি বিষয়ের পরীক্ষার নতুন সূচি ঘোষণা করেছে সিলেট শিক্ষা বোর্ড। বোর্ডের ওয়েবসাইটেও নতুন রুটিন প্রকাশ করা হয়েছে।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ্র পাল গণমাধ্যমকে জানান, বন্যা পরিস্থিতির কারণে ৮ জুলাই পর্যন্ত সব পরীক্ষা স্থগিত আছে। ৯ জুলাই থেকে রুটিন অনুযায়ী যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, সেগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষাগুলো ১৩ আগস্ট থেকে নেওয়া হবে।
নতুন সূচি অনুযায়ী আগামী ১৩ আগস্ট বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৮ আগস্ট বাংলা দ্বিতীয় পত্র, ২০ আগস্ট ইংরেজি প্রথম পত্র ও ২২ আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগের সময় অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।