‘একসাথে বাঁচলেই সংকটে বল হয়, নিরেট বিপদগুলো গলে গিয়ে জল হয়’—এই চেতনা ধারণ করে নিউইয়র্ক সিটির বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটি (এনবিসিএস) আবারও আয়োজন করলো মানবিক রক্তদান কর্মসূচি।
গত ২৮ জুন জ্যামাইকার ১৬৮ স্ট্রিট ও হিলসাইড এভিনিউয়ে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শতাধিক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রক্তদান কর্মসূচি উৎসবের রূপ নেয়। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ও জ্যামাইকা বাংলাদেশি অ্যাসোসিয়েশনের (জেবিএ) সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১৮ থেকে ৬০ বছর বয়সী, সুস্থ-সবল মানুষদের মধ্যে যাদের ওজন ৫০ কেজির বেশি তারা একে একে রক্ত দিয়ে গেছেন। সুস্থ দেহে রক্তদান কোনো ক্ষতি করে না, বরং এটি শারীরিক ও মানসিক সুস্থতায় ইতিবাচক ভূমিকা রাখে। একজন মানুষের এক ব্যাগ রক্ত তিনজন পর্যন্ত বিপন্ন রোগীর প্রাণ বাঁচাতে পারে। এ কারণেই আয়োজকরা মনে করেন—রক্তদান কেবল দান নয়, এটি জীবন বাঁচানোর এক সরাসরি উপায়।
এনবিসিএস-এর পক্ষ থেকে যারা দিনভর স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন তাদের মধ্যে ছিলেন—ডা. নাফিসুর রহমান, হেলালে আলম টিটু, আশরাফ উজ্জামান, আজহার আলী খান, আওকাত হোসেন খান, সাইদা হাবীব, মনজুর কাদের ও মাহবুব কবীর।
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছিলেন, ডা. হাসান, ডা. বর্ণালী হাসান, ডা. আতা উল্লাহ বিপ্লব ও ডা. রুলি। জেবিএ’র পক্ষ থেকে ছিলেন আহসান হাবীব ও রাব্বী সৈয়দ প্রমুখ।
আয়োজকেরা বলেন, নিজে একা বাঁচাটাই জীবনের সার্থকতা নয়; বরং অন্যের প্রয়োজনেও যদি আমরা এগিয়ে আসি, তবেই গড়ে ওঠে সম্মিলিত মানবিক সৌন্দর্য।