সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের আল আবির ফ্রুট অ্যান্ড ভেজিটেবল মার্কেটের ব্যবসায়ী মুহাম্মদ ছালেহ জঙ্গি মাসুদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছুটিতে দেশে এসেছিলেন। কথা ছিল আবারও ফিরবেন নিজ কর্মস্থল দুবাই আল-আবিরে। কিন্তু তা আর হয়ে ওঠেনি।
তিন দিন আগে ব্রেন স্ট্রোক করে রক্তক্ষরণ হলে তাকে মেডিকেলে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানান তার দুটি গুরুত্বপূর্ণ রগ ছিড়ে গেছে। সোমবার (১৪ জুলাই) অপারেশন করা হলেও শেষ রক্ষা আর হয়নি।
মঙ্গলবার (১৫ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তার চাচাতো ভাই দুবাই প্রবাসী সালাহ উদ্দিন লিটন ঢাকা পোস্টকে এসব তথ্য জানান।
হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে কাঁটাখালি-কুল কালা মিয়া সওদাগর বাড়ির মৃত আবুল বাশারের ছোট ছেলে মাসুদ। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মাসুদ।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রবাসে শোকের ছায়া নেমে আসে। আর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শুভাকাঙ্ক্ষিরা শোক প্রকাশ করেন। তিনি নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ৯৮’ এর শিক্ষার্থী ছিলেন।