মুখ বন্ধ সোনাক্ষীর, ভাইরাল হলো গুঞ্জন!

বিনোদন ডেস্ক
  ৩০ অক্টোবর ২০২৪, ২২:৫৫

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা মা হতে যাচ্ছেন। এমন গুঞ্জনে সয়লাব এখন ভারতীয় মিডিয়া। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে বেশ লেখালেখি করছেন অভিনেত্রীর ভক্তরা। অনেকে সোনাক্ষীকে শুভেচ্ছাও জানাচ্ছেন।
গেল ২৩ জুন বিয়ে করেছেন সোনাক্ষী। পাত্র জহির ইকবাল। ভালোবেসেই ঘর বেঁধেছেন তারা। বিয়ের সপ্তাহখানেক পরই হাসপাতালে গিয়েছিলেন তারকা জুটি। ছবি শিকারিদের চোখ এড়ায়নি সেই ঘটনা। ছবি ছড়িয়ে পড়তেই খবর রটে যায়, সোনাক্ষী কি অন্তঃসত্ত্বা?
তবে কিছু দিনের মধ্যেই বোঝা যায়, বাবা শত্রুঘ্ন সিনহা অসুস্থ হওয়ায় হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন সোনাক্ষী। তারপর থামে তার মা হওয়ার গুঞ্জন।
এবার ফেসবুকে স্বামী জহিরের শেয়ার করা একটি ছবি থেকে আবারও ছড়ালো তার মা হওয়ার জল্পনা। সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা!
সোনাক্ষী ও জহির রবিবার একটি দীপাবলির অনুষ্ঠানে যান। সেখানকার সাজের বেশ কিছু ছবি এবং ভিডিও এদিন তারা পোস্ট করেন সমাজমাধ্যমে। সেই ছবিতে দেখা যাচ্ছে সোনাক্ষী একটি লাল রঙের আনারকলি পরেছেন। তাতে রয়েছে ভরাট কাচের কাজ। জহিরের পরনে ছিল নীল রঙের কুর্তা এবং সাদা পায়জামায়। কিন্তু তারা যেভাবে পোজ দিয়েছেন একত্রে তাতেই নাকি নেট নাগরিকরা সোনাক্ষীর বেবি বাম্প দেখতে পেয়েছেন। এ ছাড়াও সোনাক্ষী ঢিলেঢালা আনারকলি পরেছেন বলেই সেই সন্দেহ মাথা চাড়া দিয়েছে।
আর এ নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। অনেকে আবার সেই পোস্টে তাদের শুভেচ্ছাও জানিয়েছেন।
তবে এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি সোনাক্ষী-জহির দম্পতি।