বিয়ের দুই মাস পরেই সুখবর দিলেন ইংলিশ বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী অ্যামি জ্যাকসন ও তার স্বামী ‘গসিপ গার্ল’ খ্যাত এডওয়ার্ড জ্যাক পিটার ওয়েস্টউইক। অর্থাৎ, দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন অ্যামি। সম্প্রতি সামাজিক মাধ্যমে অ্যামির বেবিবাম্পের ফটোশুট শেয়ার করে এই সুসংবাদ ভাগ করে নিলেন তারা। সামাজিক মাধ্যমে এমনিতেও অ্যামিদের ছবি দেখে বোঝা যায় অভিনেত্রী গর্ভবতী। ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘যাত্রা সবে শুরু।’
অ্যামি এর আগেও এক সন্তানের মা হয়েছেন। তার প্রথম সন্তানের বয়স এখন পাঁচ বছর। অভিনেত্রীর প্রথম স্বামী জর্জের সঙ্গে বিচ্ছেদ হয় ২০২১ সালে। এরপর পুত্র সন্তানকে নিয়ে একা থাকতে শুরু করেছিলেন অভিনেত্রী। বিবাহ বিচ্ছেদের এক বছর পর অর্থাৎ ২০২২ সালে এডওয়ার্ডের সঙ্গে সম্পর্কে জড়ান অ্যামি। দুই বছর সম্পর্কে থাকার পর দ্বিতীয়বারের মতো সংসার শুরু করেন।
মাত্র ১৫ বছর বয়সে মডেল হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন অ্যামি। ২০১২ সালে বলিউডে নিজের অভিনয় যাত্রা শুরু করেন। প্রথম সিনেমায় অভিনয় করার সূত্রে বলি অভিনেতা প্রতীক বব্বরের কাছাকাছি চলে আসেন। ২০১১ সালে সম্পর্কে জড়ালেও এক বছর কাটছে না কাটতেই সেই সম্পর্ক শেষ হয়ে যায়।